ফিফা র্যাংকিংয়ে আরো একধাপ পিছিয়ে পড়লো বাংলাদেশ। আজ ১৬ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এসোসিয়েশন ফুটবল(ফিফা) তাদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান ১৮৯ তম। গতবারের ৯০৯.১১ রেটিং পয়েন্ট থেকে ২.২৭ পয়েন্ট কমে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯০৬.৮৪।
গত ৩০ আগষ্ট থেকে ৭ সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে তিনজাতিক টুর্ণামেন্ট খেলতে কিরগিজস্তান যায় বাংলাদেশ। টুর্ণামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো কিরগিজস্তান ও ফিলিস্তিন। প্রথম দুই ম্যাচে ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে কোনো সুবিধাই করতে পারে নি বাংলাদেশ। তৃতীয় কিরগিজস্তান অ-২৩ দলের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও ৩-২ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তিনজাতিক ফুটবল টুর্ণামেন্টে ব্যর্থতার জন্যে জামাল ভূঁইয়াদের এই অবনমন।