দুইধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ে ১৮৯ থেকে ১৮৭ তে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এসোসিয়েশন ফুটবল (ফিফা) আজ ২১ অক্টোবর তাদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে।
বর্তমানে বাংলাদেশে ফুটবল দল ৯০৭.৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮৭ আছে। গতবারের প্রকাশিত র্যাংকিংয়ে ৯০৬.৮৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ১৮৯ তম স্থানে ছিলো বাংলাদেশ।
মূলত সাফ চ্যাম্পিয়নশীপের পারফরম্যান্সই বাংলাদেশকে দুই ধাপ এগিয়ে নিয়ে এসেছে। উক্ত টুর্ণামেন্টে অঘোষিত সেমিফাইনালে নেপালের বিপক্ষে রেফারির ভুল সিদ্ধান্তই বাংলাদেশের ফাইনালে যাওয়ার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে। ফাইনালে যেতে না পারলেও এই টুর্ণামেন্টে নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়,ভারতের বিপক্ষে দশজনের দল নিয়েও ম্যাচে ফিরে আসা,নেপালের বিপক্ষে ম্যাচের শুরু লিড নেওয়া তারই প্রতিফলন।