ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে!

0
253

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের রেশ পড়েছে ফুটবলেও। এই যুদ্ধের কারণে বদলে গেল বাংলাদেশের গ্রুপ সঙ্গী ফিলিস্তিন এবং লেবাননের হোম ভেন্যু। দুই দলই নিজেদের হোম ভেন্যুর বদলে নিরপক্ষ ভেন্যুতে খেলবে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো।

আগামী ১৬ ই নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই গ্রুপের অন্য দুই দল ফিলিস্তিন এবং লেবানন মুখোমুখি হবে একে অপরের। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো লেবাননের চামৌন স্পোর্টস সিটি স্টেডিয়ামে। কিন্তু ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের কারণে হোমের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে করার উদ্যোগ নিয়েছে লেবানন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। এর ফলস্বরূপ ফিলিস্তিনেও চরমভাবে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের সামরিক জান্তা বাহিনী। এতে ফিলিস্তিনের মতো পাশের দেশ লেবাননও তাদের হোমভেন্যুতে পরিবর্তন আনছে। নতুন ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামকে বেছে নিয়েছে তারা।

অন্যদিকে ফিলিস্তিন আগেই নিজেদের হোম ভেন্যু পরিবর্তন করেছিলো। নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা নির্ধারণ করেছে কুয়েতের জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামকে। লেবাননের বিপক্ষে ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ফিলিস্তিন। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়েতের এই আন্তজার্তিক স্টেডিয়ামে।

Previous article‘আক্রমন রুখে দেয়াই আমাদের মূল কাজ’
Next article‘সবাই শতভাগ দিলে ভালো কিছু সম্ভব’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here