ঢাকায় আজ সকাল থেকেই বৃষ্টি ছিলো প্রবল। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের এস্ট্রো টার্ফেও তাই পানি জমে যায়। কিন্তু সেই বাঁধা উপেক্ষা করে নিজেদের দিনটাকে ফুটবলময় করেছে প্রতিবন্ধী কিশোররা। আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষ্যে বাফুফের ব্যবস্পাপনায় এবং ফুটবল ফর অল প্লাটফর্ম এর আয়োজনে আজ আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ম্যাচ ও আমপুচি খেলোয়াড় বাছাই ২০২১ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বাফুফে ভবনে টার্ফ মাঠে সভা এবং ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নিজেদের শারীরিক অক্ষমতাকে ভুলে ফুটবল নিয়ে আনন্দে মেতে উঠে কিশোররা। ম্যাচ শেষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই খেলোয়াড়দের মধ্যে সার্টিফিকেট বিতরন এবং মেডেল প্রদান করেন অতিথিরা।

সভায় উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য জনাব মহিনুর রহমান মিরাজ, বাফুফের সাধারন সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং টেকনিক্যাল ডিরেক্টর পল স্মোলি। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ইফতেখার হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল স্পোর্টস এন্ড কালচারাল সোসাইটি অব দ্যা ডিজেব্যালড জনাব মোঃ বদিউজ্জমান আল-আমিন সহ আরো অনেকে।

Previous articleমুক্তিযোদ্ধাকে রুখে দিয়ে শেষ আটের স্বপ্ন দেখছে সেনাবাহিনী!
Next articleমোহামেডানের ড্রতে কোয়ার্টার ফাইনালে সেনা বাহিনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here