জাতীয় দলের ফুটবলারদের যেকোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হলে এবার তাদের পাশে দাঁড়াবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার বাফুফের জাতীয় দল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রথম প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল,
“বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাইবার, জার্নালিস্ট, সমর্থক অথবা অন্যান্য যে কোনো ভাবে বুলিংয়ের শিকার হলে বাফুফে কর্তৃক সে সকল খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তবে এতে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করায় কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। কারণ, সাধারণত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন এবং বুলিংয়ে জড়িত নন।
বিষয়টি নজরে আসার দেড় ঘণ্টা পর বাফুফে একটি সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। সেখানে বলা হয়,
“জাতীয় দলের খেলোয়াড়দের যেকোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার হলে বাফুফে তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”
এই বিজ্ঞপ্তিতে আর সাংবাদিক বা সমর্থকের কথা উল্লেখ করা হয়নি।
এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলো ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। এ বিষয়ে তারা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-কে লিখিত প্রস্তাবও দিয়েছে।