১০ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে ভাগ করে ৮ দলকেই কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া এক জটিল সমীকরনের বিষয়। গতকাল গ্রুপ পর্বের ম্যাচ শেষে জানা গিয়েছে সেই ৮ দলের নাম।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দুই দল হলো চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।
বি গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়কে হারায়। এই জয়ে চট্টগ্রাম আবাহনী বি গ্রুপে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। এ ও সি গ্রুপে ছিল তিন দল। বি গ্রুপে চার দল থাকায় সমতা নির্ধারণে চতুর্থ হওয়া দলের সঙ্গে তিন দলের ফলাফল বাদ দিয়ে বি গ্রুপের পয়েন্ট তালিকা পুনঃনির্ধারিত হয়। সেখানে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট দাড়ায় ২ ম্যাচে ০ পয়েন্ট। সি গ্রুপের তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলেরও পয়েন্ট শূন্য। গোল ব্যবধানে চট্টগ্রাম আবাহনী (-৪) পিছিয়ে থাকায় শেখ রাসেল (-৩) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
গতকাল মোহামেডানের জয় তাদের গ্রুপ চ্যাম্পিয়ন করেছে। ফলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামী ২ এপ্রিল গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই মাঠে ১৬ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।
এরপর ২৩ এপ্রিল গোপালগঞ্জে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। ৩০ এপ্রিল শেষ কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা আবাহনীর মুখোমুখি হবে ফর্টিস এফসির।
কোয়ার্টার ফাইনাল লাইনআপ:-
২ এপ্রিল ২০২৪ : মোহামেডান-শেখ রাসেল (গোপালগঞ্জ)
১৬ এপ্রিল ২০২৪ : বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ (গেপালগঞ্জ)
২৩ এপ্রিল ২০২৪ : শেখ জামাল-পুলিশ এফসি (গোপালগঞ্জ)
৩০ এপ্রিল ২০২৪ : আবাহনী-ফর্টিস এফসি (কিংস অ্যারেনা)