ফেডারেশন কাপের আগে আজ বাফুফে ভবনে ট্রফি উন্মোচন করে বাফুফের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শিদী। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগ ও ওয়ালটন গ্রুপের প্রতিনিধি জনাব ইকবাল বিন আনোয়ার (ডন)। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৩ দলের কোচ,ম্যানেজার ও অধিনায়করা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলে দলগুলোর কোচরা। গতবছরের তুলনায় নিজেদের আরো শক্তিশালী মনে করছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন, ‘সবাই আমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চায়। আমরা ১৭ সপ্তাহের প্রস্তুতি নিয়েছি। আমাদের দল গত মৌসুমের তুলনায় আরো ভালো অবস্থানে আছে বলে মনে করি।’

ডার্বি দিয়েই নিজেদের যাত্রা শুরু করবে ঢাকা আবাহনী। ম্যাচটা কঠিন হলেও আত্মবিশ্বাসী আকাশী-নীলদের কোচ মারিও লেমস, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। প্রথম ম্যাচ আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। তবে আমরা আত্মবিশ্বাসী।’

প্রতি মৌসুমেই কোচ পরিবর্তন করে সমালোচনার জন্ম দেয় সাইফ স্পোর্টিং ক্লাব। এবার দায়িত্বে অভিজ্ঞ পল পুট। তিনিও জানেন কাজটি সহজ হবে না, ‘মৌসুমটি সহজ হবে না। তবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ছেলেরাও ভালো চেষ্টা করবে।’

গত ফেডারেশন কাপে ভালো না করা শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারও প্রস্তুতিতে সন্তুষ্ট নয়। কোচ শফিকুল ইসলাম মানিক চিন্তিত ফিটনেসের ঘাটতি নিয়ে, ‘আমরা মাত্র চার সপ্তাহ অনুশীলন করেছি, এটি পর্যাপ্ত নয়। তবে দলটা গতবারের মতো একই থাকায় বোঝাপড়ায় সমস্যা হবে না। তবে ফিটনেসে কিছুটা ঘাটতি থাকতে পারে।’

এদিকে তরুনদেট নিয়ে প্রত্যাশী পুলিশ এফসির কোচ পাকির আলী। সব দলকেই চ্যালেঞ্জ জানানোর প্রত্যাশা এই লঙ্কানের, ‘প্রতিযোগীতায় আমরা আছি। আমরা চেষ্টা করবো ভালো খেলার জন্য। প্রত্যেক বড় দলকে আমরা ভালো প্রতিযোগীতা দিবো ইনসাল্লাহ।’

প্রথম ম্যাচের আগে ব্যাকফুটে গতবারের রানার্সআপ রহমতগঞ্জন এমএফএস। তিনজন বিদেশী এখনও দলের সাথে যোগ দেয় নি। তরুণ দেশীয় খেলোয়াড়দের উপরই ভরসা কোচ গোলাম জিলানীর, ‘আমরা একমাস যাবত অনুশীলন করছি। আমার তরুণ দলটি তিনজন বিদেশী ছাড়াই ভালো খেলা উপহার দিবে আশা করি।’

Previous articleতিন বিদেশীকে ছাড়াই প্রথম ম্যাচ খেলবে রহমতগঞ্জ
Next articleঅবশেষে মাঠে ঘরোয়া ফুটবল; মুখোমুখি কিংস-রহমতগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here