ফেডারেশন কাপে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল ঢাকা ডার্বি জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে গ্রুপ ‘বি’তে নিজেদের আধিপত্য আরও শক্ত করেছে আবাহনী।
বর্তমানে গ্রুপ ‘বি’-তে মোহামেডান তিন ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। অন্যদিকে, আবাহনী দুই ম্যাচে শতভাগ জয় ধরে রেখে ছয় পয়েন্ট অর্জন করেছে। সমান ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
মোহামেডানের সামনে এখন আর মাত্র একটি ম্যাচ বাকি, যেখানে তারা ৪ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের। সেই ম্যাচে জয় পেলেও মোহামেডানের পরের রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা নেই। আবাহনী এবং রহমতগঞ্জ নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে যদি বাজে পারফরম্যান্সও করে, তবুও মোহামেডানের পরের রাউন্ডের পথ কঠিন হয়ে থাকবে।
আবাহনীর সামনে এখনও দুটি ম্যাচ বাকি। তাদের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব এবং রহমতগঞ্জ। ফকিরেরপুলের বিপক্ষে জয় পাওয়া আবাহনীর জন্য কঠিন কিছু হওয়ার কথা নয়। ফলে বড় কোনো অঘটন না ঘটলে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে এবারের আসর থেকে আগেভাগেই বিদায় নিতে হতে পারে।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বের এই সমীকরণ স্পষ্টতই জানিয়ে দিচ্ছে, আবাহনী ও রহমতগঞ্জের পথ এখন অনেকটাই সুগম। অন্যদিকে, মোহামেডানের ভাগ্য ঝুলে রয়েছে অন্যদের পারফরম্যান্সের ওপর।