দেশের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড আবারও মুখোমুখি হতে যাচ্ছে। আজ (মঙ্গলবার) বিকেল ২:৪৫ মিনিটে কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের এই লড়াই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডেই একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে মোহামেডান ১-০ ব্যবধানে জয় পেয়েছিল। তবে আজকের ম্যাচটি ফেডারেশন কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ লড়াই।

প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হার ও দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে মোহামেডানের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। অন্যদিকে আবাহনী তাদের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করেছে।

মঙ্গলবারের ম্যাচে আবাহনী হারলেও তাদের কোয়ালিফিকেশন রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু মোহামেডান যদি হারে, তাহলে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া বেশ কঠিন হয়ে পড়বে। শুধু নিজেদের শেষ ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।

এ মৌসুমে আবাহনীর কোনো বিদেশি খেলোয়াড় নেই। তবে তাতে খুব একটা প্রভাব পড়েনি তাদের পারফরম্যান্সে। বিদেশি ছাড়াই তারা বসুন্ধরা কিংসের বিপক্ষে লিগ ম্যাচে জয় পেয়েছে। মোহামেডান-আবাহনী ম্যাচে মানসিক চাপ সবসময়ই বেশি থাকে। যে দল চাপমুক্ত থেকে খেলতে পারবে, তারাই এগিয়ে থাকবে জয়ের পথে।

মৌসুমের প্রথম দেখায় মোহামেডানের কাছে হারের বদলা নেওয়ার বড় সুযোগ আবাহনীর সামনে। এই ম্যাচে জিততে পারলে ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে তাদের জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ম্যাচে কেউ জয় না পেলে লাভবান হবে রহমতগঞ্জ। তাদের সামনে তখন পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ উজ্জ্বল হবে।

Previous articleবদলে গেলো লীগ, ফেডারেশন কাপ ও মধ্যবর্তী দলবদলে দিনতারিখ!
Next articleবাফুফের স্থায়ী পারফরম্যান্স এনালিস্ট নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here