ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে উত্তেজনা চরমে। ৪ ম্যাচ শেষে ফর্টিজ এফসি ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও তাদের পরের রাউন্ড নিশ্চিত নয়। তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়ন তাড়া করছে। পুলিশের সংগ্রহ ৪ পয়েন্ট।
গতকাল ব্রাদার্সের কাছে হেরে বসায় ফর্টিজের অবস্থান এখন বেশ অনিশ্চিত। এই পরাজয়ের পর তাদের বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। শেষ ম্যাচে যদি ব্রাদার্স ও বসুন্ধরা কিংস নিজেদের ম্যাচে জয় পায়, তবে বিদায় নিতে হবে ফর্টিজকে। আবার, দুই দল ড্র করলে তিন দলের পয়েন্ট সমান হবে, যা আরও জটিলতা তৈরি করবে। এছাড়া কিংস যদি ওয়ান্ডারার্সের সঙ্গে ড্র করে এবং পুলিশ জেতে, তবে তাদের পয়েন্টও ৭ হয়ে যাবে।
এদিকে, ওয়ান্ডারার্সের বিদায় নিশ্চিত হয়েছে। ফলে বাকি চার দলই এখন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে আছে, আবার তাদের বিদায়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, ‘বি’ গ্রুপের সমীকরণ ইতোমধ্যেই ফয়সালা হয়ে গেছে। মোহামেডান বিদায় নিয়েছে, আর পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ।