নাটকীয়তায় ভরপুর ফেডারেশন কাপ ফাইনাল অবশেষে পেয়েছে পরিণতির দিকে এগিয়ে যাওয়ার নতুন দিনক্ষণ। গতকাল (মঙ্গলবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আলো স্বল্পতার কারণে স্থগিত হওয়া আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনালের বাকি ১৫ মিনিট আগামী ২৯ এপ্রিল (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়, একই ভেন্যুতে।

বাফুফের প্রফেশনাল লিগ কমিটির আজ বুধবার অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকালকের ম্যাচ যেন রূপ নিয়েছিল একটি পূর্ণদৈর্ঘ্য নাটকের – ছিল গোল, উত্তেজনা, হাতাহাতি, বৈরী আবহাওয়া, মাঠে দর্শক অনুপ্রবেশ, আর সবশেষে আলো স্বল্পতা। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কিংসের ফয়সাল আহমেদ ফাহিম সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যার ফলে কিংস দশ জনের দলে পরিণত হয়।

এরপরই আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। রেফারি সায়মন হাসান সানি দুই দলের অধিনায়ক, কোচ ও ম্যাচ কমিশনারদের সঙ্গে আলোচনার পর খেলা স্থগিত ঘোষণা করেন।

আগামী ২৯ এপ্রিলের ম্যাচে কিংসকে খেলতে হবে একজন কম নিয়ে। যদি বাকি ১৫ মিনিটে কোনো ফল না আসে, তাহলে ট্রাইব্রেকারের মাধ্যমে নির্ধারণ করা হবে কে জিতবে এবারের ফেডারেশন কাপ।

Previous articleকাল থেকে শুরু চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের দ্বিতীয় পর্ব
Next articleফাহামিদুলকে নিয়ে নতুন সিদ্ধান্ত, জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here