বিরতি কাটিয়ে প্রায় মাসখানেক পর আবারো মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ২০২৩-২৪ মৌসুমের প্রথম লেগ শেষের বিরতি ও মধ্যবর্তী দলবদল এবং ফিফা উইন্ডোর জন্য এতদিন মাঠের বাইরে ছিল ঘরোয়া ফুটবল। এবার আবারো মাঠে ফিরছে বাংলাদেশের ফুটবলের সর্ব্বোচ আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপের খেলাও।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এবার অপেক্ষা নক আউট পর্বের। প্রথম কোয়ার্টার ফাইনালে আগামী ০২ এপ্রিল গোপালগঞ্জে শেখ রাসেলের মুখোমুখি হবে মোহামেডান। এরপর আগামী ১৬ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ। এরপরের সপ্তাহে ২৩ এপ্রিল শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে পুলিশ এফসি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। আর ৩০ এপ্রিল চতুর্থ কোয়ার্টার ফাইনালে কিংস অ্যারেনায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ফর্টিস এফসি। সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল তিনটায়।