আজ (শনিবার) বাফুফে পেশাদার লীগ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় আগামী ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২০-২১ (বিসিএল) শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় পেশাদার লীগ কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী জানান আগামী ৭ ডিসেম্বর, ২০২০ হতে ৭ জানুয়ারী, ২০২১ পর্যন্ত বিসিএলের দলবদল অনুষ্ঠিত হবে। এরপর ফেব্রুয়ারী প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের এই খেলা।
নতুন সংযোজন হিসেবে এসেছে বিসিএলের ক্লাবগুলোর অংশগ্রহনে অনুর্ধ্ব ১৮ টুর্নামেন্ট। লীগ শেষে এই টুর্নামেন্টটি আয়োজনে সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিসিএলে’র চ্যাম্পিয়ন দল ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরন করে ২০২১-২২ প্রিমিয়ার লীগে উর্ত্তীর্ণ হবে। সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দুটি দল অবনমিত হবে। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১ এ সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দুই দল বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২ এ অবনমিত হবে।