বেশ লম্বা সময় ধরে ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। গত বছরের নভেম্বরে ইনজুরিতে খেলার বাইরে ছিটকে যান কৃষ্ণা। ইনজুরিতে পড়েছিলেন অবশ্য আরো দেড় বছর আগে। অথচ এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি জাতীয় দলের অন্যতম সেরা এই স্ট্রাইকার। যার কারণে চাইনিজ তাইপের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে খেলতে পারছেন তিনি। গতকাল এক ফেসবুক পোস্টে ইনজুরি থেকে সেরে উঠতে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার হতাশার কথা তুলে ধরেন তিনি। এবার সে পোস্টের কারণে বাফুফের শোকজ নোটিশ পেতে যাচ্ছেন তিনি!
বাফুফের সঙ্গে চুক্তিতে থাকা অবস্থায় কৃষ্ণার এমন কান্ড ভালোভাবে নেয়নি বাফুফে। কৃষ্ণাকে অকৃতজ্ঞ উল্লেখ করে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,
‘সে চুক্তিবদ্ধ খেলোয়াড়। এমন স্ট্যাটাস দিয়ে শৃঙ্খলাভঙ্গ করেছে। অবশ্যই তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হবে। কেউ চোটে পড়লে তাকে ক্যাম্পে রাখার কথা না। আমরা তাকে রেখেছি। তাকে ৫০ হাজার টাকা বেতন দেয়া হচ্ছে। কী করে এতটা অকৃতজ্ঞ হতে পারে। বাংলাদেশে আমরা তার যথাযথ চিকিৎসা করিয়েছি।’
ফেসবুক পোস্টে কৃষ্ণা লিখেন, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে অস্ট্রেলিয়া বা ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু বাফুফে থেকে বলা হয়েছিল আরো কয়েকদিন দেশেই চিকিৎসা করাতে। কিন্তু কিরণ দিলেন ভিন্ন তথ্য। তিনি বলেন,
‘চিকিৎসায় কত টাকা লাগতে পারে আমরা তো জানি না। বলা হয়েছিল কী লাগে না লাগে জানাও। এরপর এমন স্ট্যাটাস সে কীভাবে দিতে পারলো?’
ফেসবুক পোস্টে কৃষ্ণা দাবি করেন, তার ইনজুরি নিয়ে কারো কোন ভ্রুক্ষেপ নেই। কিন্তু কিরণের দাবি বাফুফে এ বিষয়ে আন্তরিক। গতবছর এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা কৃষ্ণা তখনো চোটে ভুগছিলেন। আসরে অংশ নেয়ার আগে তাকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসা-যাওয়া করেছিলেন নারী দলের তখনকার কোচ সাইফুল বারী টিটু। দেশে যেহেতু এই চোটের উপযুক্ত চিকিৎসা নেই, তাই ভারতে পাঠানোর ব্যাপারে বাফুফে আন্তরিক বলেই কিরণের দাবি।
দৃঢ় কণ্ঠে কিরণ বলেন, ক্যাম্পে থাকা যেকোন খেলোয়াড় ইনজুরিতে পড়লেই বাফুফে ব্যবস্থা নেবে। একইসঙ্গে নিজেদের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি। কিরণ বলেন,
‘এখন যদি বলে অস্ট্রেলিয়া পাঠাতে হবে দেবাশীষ বলেছে তাই, সেটা তো সম্ভব না। ইন্ডিয়ায় যাওয়ার কথা তাকে তো বলাই হয়েছে। বাফুফের ক্যাম্পে মেয়েদের চিকিৎসার ভার আমরাই বহন করি।’
কিরণের দাবি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কৃষ্ণার সঙ্গে কথা বলেছেন। তার চিকিৎসার জন্য কত টাকা লাগবে সেটা জানতে চেয়েছেন। কিন্তু কৃষ্ণা কেন ফেসবুকে পোস্ট দিলেন সেটা তাদের কাছে বোধগম্য নয়। আর এজন্যই তাকে শোকজ করতে যাচ্ছে বাফুফে।