বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বিদ্রোহী আন্দোলন যেন মোটেও তোয়াক্কা করছেন না ইংলিশ কোচ পিটার বাটলার। পেশাদার দৃষ্টিভঙ্গি বজায় রেখে তিনি আজ সকাল ৬.৩০ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের জন্য নারী ফুটবলারদের ডেকেছিলেন। সেখানে অংশ নেয় ১৩ জন নারী ফুটবলার।

প্রায় ৪ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবলের কার্যক্রম ফিরেছে। শুধুমাত্র অনুশীলনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অনুমতি নিয়েছে। বিদ্রোহী ১৮ জন নারী ফুটবলার এই অনুশীলনে অংশ নেননি। এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন সাফ জয়ী দলের সদস্য আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, কোহাতি কিসকো, মুনকি, স্বপ্না রানীসহ আরও কয়েকজন ফুটবলার।

গত বৃহস্পতিবার ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ১৮ জন খেলোয়াড় গণ-অবসরের হুমকি দেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পিটার বাটলারের অধীনে তারা আর অনুশীলনে ফিরবেন না।

২৯ জানুয়ারি, পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বিদ্রোহী খেলোয়াড়রা বাফুফে সভাপতির কাছে একটি চিঠি পাঠান। এই চিঠির প্রেক্ষিতে বাফুফে ইমার্জেন্সি কমিটি জরুরি সভা করে এবং পরিস্থিতি তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করে।

Previous articleফুটবল জিম্মি নয় বলে হুশিয়ারী তদন্ত কমিটি প্রধানের
Next articleদেশের ফুটবলে শুরু মধ্যবর্তী দলবদল; আসছে নতুন বিদেশী ফুটবলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here