রাজধানীর পল্টনে অবস্থিত ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে পরিচিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে এই স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের নাম ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়। তবে সম্প্রতি সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করার পর এবার রাজধানীর ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নামও পরিবর্তিত হলো।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র এই স্টেডিয়াম নয়, আরও কিছু জেলা ও জাতীয় পর্যায়ের ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই স্টেডিয়াম আশি ও নব্বই দশকে ফুটবল ও ক্রিকেট উভয় খেলার জন্য ব্যবহৃত হতো। তবে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম স্থাপিত হওয়ার পর ২০০৫ সাল থেকে পল্টনের এই স্টেডিয়ামে মূলত ফুটবল ও অ্যাথলেটিক্সের খেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহারের জন্য নির্ধারিত।

Previous articleবাফুফেতে ফিফার অডিট সম্পন্ন
Next articleপুলিশ এফসির দায়িত্বে জার্মান কোচ ফ্র্যাঙ্ক বার্নহার্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here