বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রেফারি নিয়ে দ্বন্দ্ব নতুন কিছু না। প্রতিবারই রেফারির সিদ্ধান্ত নিয়ে জল ঘোলা হয়। তবে সবার মাঝে ভিন্ন সায়মন হাসান সানি। নিজের কার্যক্রমের প্রতিদানও পেয়েছেন এই রেফারি। বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন কর্তৃক ২০২৪ সালের সেরা রেফারি নির্বাচিত হয়েছেন তিনি।

গত কিছুদিন আগে বাফুফে গত মৌসুমে মাস ভিত্তিক বিবেচনা করে সেরা রেফারির পুরষ্কার প্রদান করেছিলো। তবে বছরের সেরা রেফারি হিসেবে কেউকে স্বীকৃতি দেওয়া হয় নি। সেই দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন। এবছরের সেরা রেফারি হিসেবে সায়মন হাসান সানিকে পুরষ্কৃত করেছে এই প্রতিষ্ঠানটি।

সানি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বেশ পরিচিত মুখ। বড় বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। সিজনের শুরুতে অনুষ্ঠিত হওয়া চ্যালেঞ্জ কাপে চারজন রেফারির মধ্যে সানি ছিলেন একমাত্র বাংলাদেশী রেফারি, বাকি তিনজন ছিলেন ভুটানিজ। সেই ম্যাচটায় ফোর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া অন্যসব ম্যাচেও বেশ দৃঢ়তার সাথে দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে।

সানির পাশাপাশি আরো ৫ জন রেফারিকে পুরষ্কার প্রদান করেছে বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশন। ২০২৪ সালে সেরা সহকারী রেফারির পুরষ্কার পেয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠানে সহকারী রেফারির স্বীকৃতি পান শাকিল হাসান;উদীয়মান রেফারি হিসেবে পুরষ্কার জিতেছেন আবুল কালাম রুম্মান। এছাড়া বিশেষ বিবেচনায় পুরষ্কার পেয়েছেন সালমা ইসলাম মনি ও মনির ঢালী।

Previous articleনারী দলের সাফ জয় থেকে লাল সবুজের হামজা- ফিরে দেখা দেশের ফুটবলের ২০২৪
Next articleসৌদি আরব সাড়া দেয়নি; মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে প্রস্তাব বাফুফের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here