এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের কোয়ালিফায়ার্স রাউন্ডের গ্রুপ ‘ডি’ এর স্বাগতিক দেশ হিসেবে ছিলো কুয়েত। কিন্তু দেশটির করোনাকালীন কঠিন সময়ের জন্যে দেশটির সরকার টুর্ণামেন্টে আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে।

কুয়েত বাদে গ্রুপের অন্য তিনটি দল হলো সৌদি আরব, বাংলাদেশ ও উজবেকিস্তান। লকডাউনের কঠিন কড়াকড়ির জন্যে সৌদি আরবও আয়োজনে অনিচ্ছুক। বাংলাদেশও একই কারণে ঝুকি নিতে চায় নি। এতে করে এএফসিকে নতুন ভেন্যুর সন্ধান করে।

আগামী ২০ অক্টোবর নতুন ভেন্যু ঘোষণার দিন ধার্য করা থাকলেও এএফসি তার একদিন আগেই নতুন ভেন্যু ঘোষণা করে। এএফসি তাদের টুর্ণামেন্টের বাছাইপর্বের গ্রুপ ‘ডি’-এর ম্যাচগুলোর জন্যে তাজিকিস্তানকে নির্ধারণ করেছে।

নতুন ভেন্যুর পাশাপাশি বদলেছে ম্যাচের সময়সূচিও। গ্রুপ ‘ডি’ পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী ম্যাচ শুরুর কথা ছিলো আগামী ২৫ শে অক্টোবর। কিন্তু এখন ভেন্যু পরিবর্তনের ফলে ম্যাচ শুরুর তারিখ দুইদিন পিছিয়েছে। ফলে ২৭ শে অক্টোবর সৌদি আরব ও উজবেকিস্তান অ-২৩ দলের ম্যাচ দিয়ে গ্রুপ ‘ডি’ এর ম্যাচগুলো শুরু হবে। আগামী ২৮ অক্টোবর কুয়েত অ-২৩ দলের বিপক্ষে ম্যাচ নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ অ-২৩ দল।

Previous articleরাসেলের ডেরা থেকে সুমনকে উড়িয়ে নিলো কিংস!
Next articleশ্রীলঙ্কায় সাফের ব্যার্থতা ঘুচানোর সুযোগ জামালদের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here