নারী ফুটবল লীগে তারিখ বদলানোর পর এবার সময়সূচিতেও এসেছে পরিবর্তন। দেশে চলমান তীব্র তাপদাহের কারণে পরিবর্তিত হয়েছে ম্যাচের সময়সূচি। এর আগে লীগ উদ্বোধনের তারিখও বদলেছিলো। ২৫ শে এপ্রিলের পরিবর্তে আজ ২৭ শে এপ্রিল নারী লীগের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ায়। উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। পরবর্তীতে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী নারী লীগের সকালের ম্যাচগুলো সকাল সাড়ে ৯ টায় এবং বিকালের ম্যাচগুলো বিকাল ৫ টায় মাঠে গড়ানোর কথা ছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা এখন তা হচ্ছে না। ফেডারেশন দেশের বর্তমান তাপদাহকে বিবেচনা এনে তাই ম্যাচের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
পরিবর্তিত সময় অনুযায়ী লীগের সকালের ম্যাচ গুলো এবার থেকে সকাল সাড়ে ৯ টায় ম্যাচগুলো বিকাল পৌনে ৪ টায় এবং বিকাল ৫ টার ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
এবারের নারী লীগে নতুনত্ব যোগ করেছে নারী রেফারি। প্রায় পঞ্চাশের অধিক নারী রেফারি থাকবে এবারের লীগ পরিচালনা। লীগে নারীদের যুক্তকরণের ক্ষেত্রে ফেডারেশনের গুণগান গেয়ে কাজী সালাউদ্দিন বলেন, “আমাদের সবকিছু করতে হবে, একটার পর একটা ডেভেলপমেন্ট আসতে হবে। আমরা তো পিছে যেতে পারবো না, আমরা সামনে যাবো। আগে পুরুষ ছিলো এখন নারী এসেছে;এখন নারী পুরুষ মিলে কাজ করবে। এক্ষেত্রে ফেডারেশনকে আপনাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ ফেডারেশন ধাপে ধাপে উন্নয়নমূলক কাজগুলো করছে।”
দেশের বর্তমান পরিস্থিতিতে মাঠে অভাব বেশ ভালোই সংকটে ফেলেছে বাফুফেকে। যার মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম অন্যতম। প্রায় অনেকদিন ধরেই স্টেডিয়ামের সংস্কার চললেও নেই কেনো অগ্রগতি। গত বছরের সেপ্টেম্বরে মাঠের সংস্কার কাজ শেষ করে মাঠে বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ত বুঝে পায় নিই ফেডারেশন। এতে জাতীয় দলের খেলাগুলো বসুন্ধরা কিংস অ্যারেনায় এবং নারী লীগের খেলাগুলো কমলাপুর স্টেডিয়ামে আয়োজন করতে হচ্ছে। ফেডারেশন কবে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে পাবে সেই কৌশলে এড়িয়ে গিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নে জবাবে কোনো মন্তব্য করেন নিই তিনি। সরাসরি কোনো উত্তর না দিলেও এটাকে “ছোট প্রশ্ন” বলে আখ্যা দিয়েছেন বাফুফে সভাপতি