স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পিছিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লীগ বিপিএলের সময়সূচি। এই পুনর্মিলনীর জন্য বদলে গেছে বিপিএলে এক রাউন্ডের তিন ম্যাচের সময়সূচি। হোম ম্যাচ বদলে গিয়ে হয়েছে এওয়ে ম্যাচ, ম্যাচের তারিখেও এসেছে পরিবর্তন।
কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামকে গত কয়েক মৌসুম ধরে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার নতুন করে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর হোম ভেন্যুও কুমিল্লার এই স্টেডিয়ামটি। সপ্তম রাউন্ডে আগামী ১০ জানুয়ারি মোহামেডান ও ১১ জানুয়ারি আবাহনী নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিলো। কিন্তু কুমিল্লার ইবনে তাইমিয়ার স্কুলের পুনর্মিলনীর একইসময়ে এক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে করে লীগের হোম ম্যাচ বদলে গিয়ে হয়ে গিয়েছে এওয়ে ম্যাচ।
বদলে যাওয়া সূচী অনুযায়ী আগামী ১০ই জানুয়ারি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অন্যদিকে ১১ই জানুয়ারি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর আথিতেয়তা গ্রহণ করবে ঢাকা আবাহনী। দুই আবাহনীর পরিবর্তিত সূচীর কারণে ১১ তারিখে পুলিশ ও ফর্টিস এফসির ম্যাচ ১ দিন এগিয়ে ১০ তারিখে অনুষ্ঠিত হবে।
বদলে গেছে লীগের মধ্যবর্তী দলবদলে দিন তারিখ ও ফেডারেশন কাপের দুই ম্যাচের সূচীও। এর পিছনে আছে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের কারণে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী মধ্যবর্তী দলবদল শুরু হবে আগামী ১লা ফেব্রুয়ারী থেকে শেষ হবে ২৮শে ফেব্রুয়ারী। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ও পেশাদার লীগ ম্যানেজমেন্ট কমিটি যৌথ সিদ্ধান্তে এই পরিবর্তন আসে। ফেডারেশন কাপে আগামী ৪ঠা ফেব্রুয়ারীর দুইটি ম্যাচ চারদিন এগিয়ে আগামী ৩১শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।