আগামী জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এএফসি এশিয়ান কাপ ২০২৩’-এর মূল বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। বাছাইপর্ব উতরে দীর্ঘ সময় পর আবারো এশিয়ান কাপের মূল পর্বে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। ৮, ১১ ও ১৪ জুন নিজেদের ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ। এর আগে ১লা জুন ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ লড়বে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলো সামনে রেখে ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এএফসি কাপ খেলতে কলকাতায় যাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলারদের নাম এখনো ঘোষণা করেনি বাফুফে।

প্রায় পাঁচ বছরের অধিক সময় পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। এছাড়াও দলে ফিরেছেন রহমত মিয়া, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিম এবং গোলকিপার মিতুল মারমা। প্রথমবারের মত প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা, উত্তর বারিধারার পাপন সিং এবং শেখ জামালের গোলকিপার মোহাম্মদ নাঈম। এছাড়া শুধু অনুশীলনের জন্য স্কোয়াডের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা বাফুফে এলিট একাডেমির গোলকিপার আসিফ হোসেনকে।

বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়া ঘোষিত প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার:
শহিদুল আলম সোহেল, আশরাফুল রানা, মিতুল মারমা, মোহাম্মদ নাঈম ও আসিফ হোসেন।

ডিফেন্ডার:
টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, রায়হান হাসান ও ইসা ফয়সাল।

মিডফিল্ডারঃজামাল ভুঁইয়া, আবু সাঈদ, মারাজ হোসেন, সাদ উদ্দিন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা ও পাপন সিং।

ফরোয়ার্ডঃ
নাবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও জাফর ইকবাল।

আগামী ১৬ই মে থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লু তে আবাসিক ক্যাম্প শুরু হবে। একই দিন সন্ধ্যায় ম্যানেজার ইকবাল হোসেনের নিকট রিপোর্ট করবে খেলোয়াড়রা। এএফসি কাপ শেষে বসুন্ধরা কিংস থেকে বাছাইকৃত ফুটবলাররা ২৬ মে ক্যাম্পে রিপোর্ট করবে। এরপর ঘোষনা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

Previous articleএএফসি কাপ ২০২২; কলকাতার পথে বসুন্ধরা কিংস
Next articleক্লোজডোরই পছন্দ ক্যাবরেরার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here