ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আশির দশকে দেশের ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। ২০০৭ সালে শুরু হওয়া পেশাদার লিগের যুগেও আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। এবার দুই ঐতিহ্যবাহী ক্লাবের পাশে নাম লেখানোর সুযোগ দেশের নব্য জায়ান্ট বসুন্ধরা কিংসের সামনে। করোনায় বাতিল হওয়া মৌসুম বাদে টানা দুই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা এবারও রয়েছে শিরোপা জয়ের পথেই। লিগে বাকি থাকা ৪ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। আর বর্তমান চ্যাম্পিয়নদের হ্যাটট্রিক শিরোপা জয়ের সামনে পরবর্তী প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১৯তম রাউন্ডের একমাত্র ম্যাচে বিকাল ০৪.০০ টায় লিগের বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। ম্যাচটা চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দলের প্রতিশোধ নেয়ার মঞ্চও বটে। কেননা এই বসুন্ধরার কাছেই প্রথম লেগে ৫-০ গোলে উড়ে গিয়েছিল চট্টলার ক্লাবটি। তবে বসুন্ধরার বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর বড় শক্তি তাদের কোচ মারুফুল হক। মুখোমুখি পরিসংখ্যানে অস্কারের দলের বিপক্ষে মারুফুলের সফলতা চোখে পড়ার মতো। তাইতো কাগজে কলমে শক্তিশালী হলেও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি সতর্ক বসুন্ধরা।
মুখোমুখি লড়াইয়ে ৯ বারের দেখায় ৩ বারই অস্কার থেকে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে নিয়েছে মারুফুল। একবার করেছে ড্র। প্রায় একক আধিপত্যে গত দুইবার শিরোপা জেতা কিংসের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের এই পরিসংখ্যান অবশ্যই আজকের ম্যাচে প্রেরণা হিসেবে কাজ করবে চট্টলার দলটির।
সবশেষ রাউন্ডে শেখ জামালের কাছে ২-০ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনী। অপরদিকে বসুন্ধরা কিংসকে ১-১ গোলে রুখে দিয়েছিল মোহামেডান। লিগ টেবিলে অবশ্য দু’দলের মাঝে বিস্তর ফারাক। ৪৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা যেখানে শিরোপা জয়ের অপেক্ষায় সেখানে মোহামেডানের সমান ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে পিছিয়ে থেকে ৭ম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী।