অ-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অতিরিক্ত সময়ের গোলে ভারতের কাছে হেরেছে যুবারা। এবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমি ফাইনালে খেলার লক্ষ্য পূরণে এই ম্যাচটির গুরুত্ব ব্যাপক।
সেমি ফাইনালে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অবশ্য ড্র করলেও কিছুটা সম্ভাবনা থাকবে। কারণ এই গ্রুপের শেষ ম্যাচে লড়বে ভারত ও মালদ্বীপ। বাংলাদেশ এই ম্যাচে জয় পেলে সেমি ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। শুধুমাত্র পরবর্তী ম্যাচে মালদ্বীপের জয় না এলেই হবে।
আবার মালদ্বীপ ভারতের বিপক্ষে জিতলেও বাংলাদেশ গোল ব্যবধানে এগিয়ে থাকলে সেমিতে চলে যাবে। তাই এই ম্যাচে জয় তুলে নিতে চাইবে সাইফুল বারী টিটু শিষ্যরা। এই ম্যাচে ড্র করলে বা হেরে গেলেও কিছুটা সুযোগ থাকবে। তখনও ভারতের সঙ্গে বাংলাদেশ ও মালদ্বীপের গোল ব্যবধান বিবেচনায় আসবে।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সেমিতে খেলার লক্ষ্য পূরণে এই ম্যাচে যেকোনো মূল্যে জয় চায় বাংলাদেশ। বাকিটা মাঠের খেলায় দেখা যাবে।