টানা দুই ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হলেও বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন মালদ্বীপের কোচ আলী সুজেইন। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুজেইন বলেন,

“খুব ভালো একটি ম্যাচ হয়েছে। আমাদের দিক থেকে আমরা বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। তবে বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত খেলেছে। তাদের অভিনন্দন জানাই।”

দীর্ঘ সময় ফুটবল থেকে দূরে থাকা মালদ্বীপ দল নিয়ে ৫৪ বছর বয়সী এই কোচ আরও বলেন,

“আমরা এক বছরেরও বেশি সময় ফুটবলের বাইরে ছিলাম। এই ম্যাচগুলো আমাদের জন্য আত্মবিশ্বাস পুনরুদ্ধারের দারুণ একটি সুযোগ। আমার মনে হয়, আমরা ভালো খেলেছি এবং আমাদের সামনে আরও উন্নতির সুযোগ রয়েছে। এই পারফরম্যান্স আমাদের আশা দেখাচ্ছে।”

বাংলাদেশের খেলার ধরন  নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুজেইন বলেন,

“এটা বাংলাদেশের জন্য একটি অসাধারণ জয়। আমি আশা করি, গণমাধ্যমও তাদের এই জয়ে আনন্দ প্রকাশ করবে। তাদের খেলার ধরন সত্যিই প্রশংসনীয়। আমরা চেষ্টা করেছিলাম দুই ম্যাচ জয়ের, কিন্তু পারিনি। তবে বাংলাদেশের মতো দলের বিপক্ষে এমন পারফরম্যান্স তাদের সক্ষমতারই প্রমাণ দেয়।”

সুজেইন মনে করেন, এই পরাজয় মালদ্বীপ দলের জন্য ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা হয়ে থাকবে। তিনি বলেন,

“আমাদের দল পুনরায় শক্তিশালী হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রতিটি ম্যাচ আমাদের উন্নতির নতুন দিক খুলে দিচ্ছে। আশা করি, আমরা ভবিষ্যতে আরও ভালো খেলতে পারব।”

বাংলাদেশের এই জয় শুধু দলের জন্য নয়, গোটা দেশের ফুটবলপ্রেমীদের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে বলে উল্লেখ করেন সুজেইন।

Previous articleসংবাদ সম্মেলনে মেজাজ হারালেন ক‍্যাবরেরা
Next articleমেয়েদের ফুটবলের অগ্রযাত্রায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here