এক বছরের বেশি সময় কাজ করার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বিদায় বললেন স্প্যানিশ গোলকিপার কোচ মিগুয়েল আনিদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। উল্লেখ্য, গত বছরের মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন তিনি। এর আগে স্পেনের ক্লান সি.পি. এলেরতানাভিয়া, বোজাস, আরোসা এবং মালয়েশিয়ার জোহর দারুল তাজিম ক্লাবের বি দলের গোলকিপার কোচের দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন,
“আজ থেকে এক বছর পেছনে ফিরলে দেখা যাবে বাংলাদেশের ফুটবলে কিছুটা হলেও পরিবর্তন এসেছে এবং আমরা নতুন কোনো দৃষ্টান্ত স্থাপন করেছি,যেটা আমাদের অনেক দীর্ঘ সময় ধরে বয়ে নিয়ে যেতে হবে। আমি একটি কৃতিত্বের অনুভূতি নিয়ে চলে যাচ্ছি, সবকিছুর জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা সঠিক পথে কাজ করে, এবং আমি মনে করি, আমরা একসাথে, একটি দল হিসাবে, একটি পরিবার হিসাবে এটি অর্জন করেছি।”
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পেছনে উল্লেখযোগ্য কোন কারণ রয়েছে কিনা সেটা না জানালেও হেড কোচ হাভিয়ের ক্যাবরোর ও সহকারী কোচ ডেভিড গোমেজসহ দলের সকল কোচিং স্টাফ, খেলোয়াড় ও বাফুফের প্রতি কৃতজ্ঞতা জানান মিগুয়েল। তার বিদায় সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর আগে এখন গোলকিপার কোচের খোঁজে নামতে হবে বাফুফেকে।