নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে মালদ্বীপকে মোকাবেলা করবে বাংলাদেশ। ঘরোয়া লিগ শুরু না হওয়ায় খেলোয়াড়দের নিয়ে আগেভাগেই অনুশীলন শুরু করার পরিকল্পনা কোচ হাভিয়ের ক্যাবরেরার। তাই আংশিক দল ঘোষণা করে অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে তার ঘোষিত আংশিক দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার নাম!
আগামী ১ নভেম্বর থেকে আংশিক দল নিয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। যার জন্য এএফসি মিশনে থাকা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ছাড়া আংশিক দল ঘোষণা করেছে বাফুফে। আংশিক দলে গোলকিপার হিসেবে রয়েছেন মিতুল মারমা ও সুজন হোসেন। ডিফেন্ডার হিসেবে আছেন হাসান মুরাদ, মেহেদী হাসান মিঠু, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন। মাঝমাঠে মোঃ হৃদয়, কাজেম শাহ, পাপন সিং ও দিদারুল আলম। আর আক্রমণভাগে শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ এবং মিরাজুল ইসলাম।
দলে বসুন্ধরা কিংস থেকে নির্বাচিত খেলোয়াড়রা ভুটান থেকে দেশে ফেরার পর যোগ দেবেন। কয়েকদিন আগেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচকে জামাল ভূঁইয়ার দলে থাকা না থাকা নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। এবার জামালকে দলে না থাকা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তবে জামাল কেন আংশিক দলে নেই কিংবা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের সঙ্গে দ্বিতীয় ধাপে তিনি দলে থাকবেন কিনা – সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।