বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের সংখ্যা দিন দিন বাড়ছে, যা দেশের ফুটবলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার ফুটবলারের পাশাপাশি জাতীয় দলের জার্সি ডিজাইনেও যুক্ত হতে চলেছেন এক প্রবাসী বাংলাদেশি। দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে, যার অধীনে বাংলাদেশ ফুটবল দলের জার্সি তৈরি হবে।
আজ বাফুফে ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘দৌড়’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না। আমরা আকর্ষণীয় ডিজাইনের জার্সি তৈরি করব, যেখানে বাংলাদেশের ঐতিহ্যের ছাপ থাকবে। বাংলাদেশি অরিজিনের এক প্রবাসী ডিজাইনার এই জার্সি ডিজাইনে কাজ করছে।’
বাফুফের সঙ্গে ‘দৌড়’-এর এই চুক্তির মেয়াদ দুই বছরের হলেও প্রতি বছর পারফরম্যান্স পর্যালোচনা করে পরবর্তী বছরের সিদ্ধান্ত নেওয়া হবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই, ধৌত প্রক্রিয়া—সবকিছু বিবেচনা করেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাক এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল হোক।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের জার্সি বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনাও করছে। বাফুফে সভাপতি জানান, ‘আমরা সামনে জাতীয় দলের জার্সি বাণিজ্যিকভাবে বিক্রির উদ্যোগ নেব। এটি অনলাইন এবং খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বাজারজাত করা হবে।’
এই চুক্তির ফলে বাংলাদেশ ফুটবল দলের জার্সির মান, নকশা ও ব্যবহারযোগ্যতা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।