‘ফিফা উইন্ডো’ ও ‘সাফ চ্যাম্পিয়নশীপ ২৩’ উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ শনিবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির ১৭ তম সভায় দল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রাথমিক দলে সর্বমোট ৩৫ জন খেলোয়াড় চান্স পেয়েছে। ৩৫ জনের দলে চান্স পেয়েছেন আনিসুর রহমান জিকো,তপু বর্মন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ রিমন হোসেন, মোহাম্মদ টুটুল হোসেন বাদশা, তারিক কাজী,সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদউদ্দিন, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, মোহাম্মদ শহিদুল আলম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা,মাহাদী হাসান রয়েল,এলিটা কিংসলে, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মেহেদী হাসান, মুরাদ হাসান, শাহরিয়ার ইমন, মিতুল মারমা, মজিবুর রহমান জনি,রফিকুল ইসলাম,রবিউল হাসান,ইসা ফয়সাল,মেহেদী হাসান শ্রবাণ,আবু সাইদ এবং আমিনুর রহমান সজিব।
এছাড়া উক্ত সভায় আসন্ন ‘ফিফা উইন্ডো’ এবং ‘সাফ চ্যাম্পিয়নশীপ ২৩’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার হিসেবে বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আমের খানকে মনোনীত করা হয়েছে।