২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নিয়েছে সবাই। সাফল্য-ব্যর্থতার মিশ্র অনুভূতি নিয়ে শেষ হয়েছে গত বছর। ছেলেদের অ-২০ দল নারী দল সাফের শিরোপা জয় করলেও জাতীয় দলসহ অন্যান্য বয়সভিত্তিক দলগুলো সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে সে হিসেব পেছনে ফেলে নতুন বছরের চ্যালেঞ্জ নিয়ে ভাবার সময় এসেছে। কারণ ২০২৫ সালে বাংলাদেশ ফুটবলে রয়েছে ব্যস্ত সূচি।
নতুন বছরে সবচেয়ে বড় খবর বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই হামজা বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হবেন। আর তখনই শুরু হবে এশিয়ান কাপের বাছাইপর্ব। এ বছর এশিয়ান কাপ বাছাইয়ে ৫টি ম্যাচ খেলবে। মার্চে যার শুরুটা হবে ভারতের বিপক্ষে তাদের মাটিতে। এই ম্যাচগুলোর বাইরে প্রীতি ম্যাচ খেলারও সুযোগ থাকবে। এরসঙ্গে এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতির সাফ চ্যাম্পিয়নশিপ।
জাতীয় দলের সঙ্গে বয়সভিত্তিক দলগুলোর জন্যও ব্যস্ত সূচি রয়েছে। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপ। এরপর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এএফসি অ-২৩ বাছাইপর্ব। এরপর অক্টোবরে অনুষ্ঠিত হবে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ এবং নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এএফসি অ-১৭ বাছাইপর্ব।
নতুন বছরে নারী ফুটবলেও ব্যস্ততা রয়েছে। ফেব্রুয়ারি, মার্চ ও মে মাসে রয়েছে ৩টি ফিফা উইন্ডো। যা কাজে লাগিয়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এরপর জুন-জুলাইয়ে রয়েছে নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। এরপর বছরের শেষ দিকে অক্টোবর ও নভেম্বরে রয়েছে আরো দুইটি ফিফা উইন্ডো। যেখানে আরো ৪টি ম্যাচ খেলতে পারবে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা।
নারীদের বয়সভিত্তিক দলেরও ব্যস্ত সূচি রয়েছে। জুলাইয়ে রয়েছে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ। এরপর আগষ্ট রয়েছে এএফসি অ-২০ বাছাইপর্ব। এরপর সেপ্টেম্বরে রয়েছে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ। এরপর অক্টোবরে রয়েছে এএফসি অ-১৭ বাছাইপর্ব।