ভুটানের ফুটবল বলতেই সাধারণ সমর্থকরা চিনেন চেনচো গেলসেন’কে। কিন্তু আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া ভুটান দলে নেই ভুটানের ক্রিস্টিয়ানো রোনালদো খ্যাত চেনচো।

চেনচো দলে না থাকার কারণ হিসেবে ভুটানের কোচ বলেন,

আমি অবশ্যই এই দুই ম্যাচের জন্য চেনচোকে দলে নিতে চাই, তবে এখন সময় এসেছে তরুন স্ট্রাইকারদের তৈরি করার যারা চেনচোর স্তরে খেলতে পারবে।

২৮ বছর বয়সী চেনচো বর্তমানে ইন্দোনেশিয়ার দ্বিতীয় সারির দল শ্রীয়িজায়া এফসি এর ক্যাম্পে রয়েছে। ভুটান জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচে ১৩ গোল করা এই স্ট্রাইকার থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, নেপালের লিগে খেলেছেন।

জোড়া প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। দ্বিতীয় ম্যাচটি একই সময়ে এবং একই মাঠে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Previous articleআবাহনী নয়, কিংস অ্যারেনা ব্যবহারের অনুমতি পেল ফর্টিস!
Next articleযে কারণে ভুটান সফরে যাননি তারিক কাজী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here