বাংলাদেশ এর বিপক্ষে ১৩ এবং ১৬ তারিখ এর ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল।

মালদ্বীপ ফুটবল দলের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।কিন্তু মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভালোই বলা চলে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই দেখ মালদ্বীপের মাঠে ড্র এবং দেশের মাটিতে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যেহেতু খেলা দেশের মাঠ কিংস এরেনাতে, তাই বাংলাদেশ জাতীয় দল জয়ের আশা রাখতেই পারে। তাছাড়া বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যে এই দুই ম্যাচ কে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে। বাকিটা সময় বলে দিবে।

এই ম্যাচ দুটিকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে মালদ্বীপ। আলি সুজাইনের দলে জায়গা হয়েছে হুসাইন শারিফ(গোলকিপার), সামোহ আলি, হুসাইন শিফাউ ইউসুফ, মোহাম্মদ ইরুফান, আলি ফাসির, ইব্রাহিম ওসামা, হাইসাম রাসেদ, নাইজ হাসান, হামজা মোহাম্মদ, হাসান রাইফ আহমেদ, নিসাদ মোহাম্মদ রাসেদ, মোহাম্মদ নিজাম, হাইসাম হাসান, আহমেদ আইহাম, আব্দুল্লাহ লুধ ইব্রাহিম, আহমেদ মাইস রাশিদ, হাসান সিফাজ,ইব্রাহিম মাহুদী হাসান, হুসাইন নিহান,ইয়ান আব্দুল আলিম (গোলকিপার), মোহাম্মদ নাঈম,হাসান নাজিম, আহমেদ রিজুভান,মোহাম্মদ ইয়ামিন (গোলকিপার),মুজদান হাসান।

Previous articleবাফুফের বিভিন্ন কমিটির দায়িত্বে যারা; তাবিথের তত্ত্বাবধানে দুই কমিটি
Next articleক্রীড়া উপদেষ্টার ঘোষিত পুরস্কার বুঝে পাচ্ছে সাফজয়ীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here