বেশ বড় স্বপ্ন নিয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ড খেলতে সিঙ্গাপুর গিয়েছিল বাংলাদেশ। সপ্তাহখানেকের সে যাত্রা শেষ হয়েছে সফলতার সঙ্গেই। নিজেদের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। গত ২৬ এপ্রিল বাছাইপর্বের প্রথম রাউন্ডে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে ধরাশায়ী করেছে অদম্য বাঘিনীরা। আর তাতেই ডি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট মিলেছে গোলাম রাব্বানী ছোটন শিষ্যদের।
এবার বাংলাদেশের নজর দ্বিতীয় রাউন্ড পেরিয়ে ২০২৪ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে টপকাতে হবে বেশ কঠিন কিছু বাঁধা। বাছাইপর্বের প্রথম রাউন্ড পেরিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ভারত ও ফিলিপাইন।
এই ৮ দলকে ভাগ করা হয়েছে চারটি পটে। পট-১ এ রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া, পট-২ এ থাইল্যান্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ। আর পট-৩ ও পট-৪ এ রয়েছে যথাক্রমে ভিয়েতনাম ও ইরান এবং ভারত ও ফিলিপাইন। এই ৮ টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে আগামী ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে ৪ দলের দুটি গ্রুপ করা হবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সরাসরি পৌঁছে যাবে মূল পর্বে। সবশেষ আসরের সেরা তিন দল জাপান, উত্তর কোরিয়া ও চীন এবং স্বাগতিক ইন্দোনেশিয়া সরাসরি খেলবে মূল পর্বে। মোট ৮ দলকে নিয়ে আগামী বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্ব।