আগামী জুনে মালয়েশিয়াতে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব সামনে রেখে বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য বাংলাদেশের। শুরুতে কম্বোডিয়া ও লাওসকে প্রস্তাব করা হলেও তারা অন্য খেলতে অপারগতা জানিয়েছে। এরপর ইন্দোনেশিয়া, নেপাল ও আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালায় বাফুফে। বাফুফে চায় ম্যাচটি যেনো বাংলাদেশে হয়। আর বাংলাদেশে খেলতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান।
এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের গ্রুপের ম্যাচগুলো ভারতের কলকাতায় খেলবে আফগানিস্তান। তাইতো জুনে বাংলাদেশে এসে কয়েকদিন ক্যাম্প করে, প্রীতি ম্যাচ খেলে কলকাতা যাওয়ার কথা জানিয়েছে আফগান ফুটবল ফেডারেশন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও সিদ্ধান্ত নেয়নি।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, “আমরা জুনে এশিয়ান কাপের বাছাইয়ের আগে একটি ম্যাচ খেলতে চাই। এই সুযোগ হারাতে চাই না। ইন্দোনেশিয়ার বিষয়টি আগামীকাল চূড়ান্ত হতে পারে। এরই সঙ্গে নেপাল ও আফগানিস্তানের সঙ্গেও কথা চলছে। দ্রুত সিদ্ধান্ত হবে বলে আশা করছি।”