এবারের মৌসুমে বসুন্ধরা কিংসের ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা ইনজুরির কারণে সেভাবে মাঠেই নামতে পারেননি। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের পর ঘরোয়া ফুটবলেও গোল করার ক্ষেত্রে বেশ বিপদে পড়ে ক্লাবটি। এবার তাই রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বয়সভিত্তিক দলে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লেসকানোর উপর আস্থা রেখেছে কিংস। ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
গতকাল বাংলাদেশে পৌঁছান ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। আজ বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন হুয়ান লেসকানো। জাতীয় দলের খেলোয়াড়রা সৌদি আরবে থাকলেও কিংসের বাকি খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করছেন। আগামীকাল থেকে তিনিও অনুশীলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
ক্যারিয়ারের শুরুর দিকে লিভারপুল অ-১৮ ও রিয়াল মাদ্রিদের অ-১৯ দলে খেলেছেন হুয়ান। এরপর পেশাদার ক্যারিয়ারে রাশিয়া, ফিনল্যান্ড, কাজাখস্তান ও অস্ট্রেলিয়ার মত দেশের শীর্ষ স্তরের ক্লাবে খেলেছেন তিনি। সবশেষ খেলেছেন চীনের দ্বিতীয় স্তরের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে। ক্লাব ক্যারিয়ারে ২৪৭ ম্যাচ খেলে ৬২ গোল করেছেন লেসকানো। গোল স্কোরিং সমস্যা কাটাতে নতুন এই স্ট্রাইকারের উপর আস্থা রেখেছে কিংস ম্যানেজমেন্ট।