চরম ব্যর্থ হয়েও কপাল পুড়েনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হাভিয়ার ক্যাবরেরার। উল্টো আরো এক বছরের চুক্তি বেড়েছে তার। বাংলাদেশের ড্রাগ আউটে আরো এক বছরের জন্যে দাঁড়িয়ে থাকার দায়িত্ব পেয়েছেন এই স্প্যানিশ কোচ।

জেমি ডে’র বিদায়ের পর পর অস্কার ব্রুজন ও মারিও লেমোসের অন্তর্বর্তীকালীন চুক্তি শেষে গত বছরের শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন হাভিয়ার ক্যাবরেরা। এইবছরের ডিসেম্বরে তার সেই চুক্তি শেষ হয়েছে। চুক্তি শেষ হওয়ার আগেই গুঞ্জন উঠেছিলো হাভিয়ার ক্যাবরেরা বাংলাদেশ দলের সাথে সম্পর্ক শেষ হতে চলেছে। তবে সবাই চমকে দিয়ে তার আরো এক বছরের চুক্তি বৃদ্ধি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তার মাধ্যমে ক্যাবরেরার চুক্তির প্রসঙ্গটি সবাইকে অবহিত করেন। ভিড়িও বার্তায় তিনি বলেন, ‘আপনারা জানেন ক্যাবরেরা গত এক বছর দলে আমাদের বাংলাদেশ ফুটবল দলের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের ন্যাশনাল টিমস কমিটির বিভিন্ন আলোচনার পরে সিদ্ধান্ত নেয় তাকে আরো এক বছরেরর জন্য চুক্তি নবায়ন করার জন্যে। ইতিমধ্যে চুক্তি নবায়ন হয়েছে, আমরা উভয়পক্ষ চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। সে গতকালই বাংলাদেশে পৌঁছে গেছে।’

নিজের চুক্তির নবায়ন প্রসঙ্গে বেশ আনন্দ প্রকাশ করে এক ভিডিও বার্তা পাঠিয়ে বাংলাদেশ দলের কোচ হাভিয়ার ক্যাবরেরা। ক্যাবরেরা বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আমার চুক্তির মেয়াদ বেড়েছে। আমি আরো এক বছরের জন্যে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছি। এটি আমাদের খুবই আনন্দের ব্যাপার। আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ন্যাশনাল টিমস কমিটি চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এবং বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল স্ম্যালিকে ধন্যবাদ জানাচ্ছি।’

Previous articleবিসিএল জয় পেয়েছে ফকিরাপুল;ড্র ওয়ান্ডারার্স-স্বাধীনতা ও নোফেল-উত্তরা ম্যাচ
Next articleবিসিএলে জয় পেয়েছে ওয়ারী ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here