ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। তিনি ইতালির সাসারি প্রদেশের ওলবিয়া শহরের দল ওলবিয়া কালসিও এফসিতে খেলেন, যা সিরি ‘এ’ লিগের চতুর্থ বিভাগে অংশ নেয়। জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত ফাহামেদুল।
ক্লাবের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘বাংলাদেশের জার্সিতে খেলতে পারব ভেবেই আমি খুব খুশি। এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। দেশের জন্য খেলব, আমি নিজেকে প্রস্তুত করছি এবং ক্যাম্পে গিয়ে ভালো করতে চাই। ভালো করার ব্যাপারে আমি আশাবাদী এবং অবশ্যই ভালো খেলে লক্ষ্য পূরণ করতে চাই।’
ফাহামেদুল ইতোমধ্যে তাঁর ক্লাবের মূল দলে অভিষেক ঘটিয়েছেন। গত পরশু লিগের ম্যাচে বদলি হিসেবে নেমে শেষ ১০ মিনিট মাঠে ছিলেন তিনি। নতুন ক্লাবে নিজের মানিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে (ওলবিয়া কালসিও) আসতে পেরে ভালো লাগছে। সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি এই ক্লাবে ভালো করতে পারব।’
২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এই তরুণ প্রতিভাবান ফুটবলারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।