ঘরোয়া ফুটবলের ফেরার আগেই আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের সাথে আগামী মাসেই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। করোনার কারণে দর্শক শূন্য গ্যালারিতে খেলা হওয়ার শঙ্কা থাকলেও বাফুফে মাঠে দর্শক আনতে চায়।
উক্ত ম্যাচে সীমিত পরিমাণ দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন একরকম আভাস পাওয়া গেছিল কিছুদিন পূর্বেই। তবে আজ আন্তঃমন্ত্রণালয়ের সাথে বাফুফের সভা অনুষ্ঠিত হয় যেখানে নির্ধারণ করা হয় কত দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে। সভা শেষে বাফুফের সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগ জানান, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে যে দর্শক ধারণ ক্ষমতা আছে তার এক তৃতীয়াংশ টিকেট বিক্রি করা হবে।’
করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শক সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখবে। সবার বসার স্থানে নির্ধারিত চিহ্ন দেয়া হবে। গ্যালারিতে প্রবেশের জন্য মাস্ক পরিধান করার বাধ্যতামূলক থাকবে সাথে আগত দর্শকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মাঠে প্রবেশের পূর্বে একরকম কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে দর্শকদের। এদিকে গ্যালারির বেশিরভাগ চেয়ার ভাঙ্গা থাকায় তা থাকবে দর্শকশূন্য।