সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের ফাঁকে ওমরাহ পালন করেছেন বাংলাদেশ ফুটবল দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। অন্যদিকে, অমুসলিম ফুটবলার ও কোচিং স্টাফরা অবস্থান করছেন তায়েফের হোটেলে।

গত তিন বছর ধরে মার্চ মাসে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। এর ধারাবাহিকতায়, এবারও ক্যাম্প চলাকালীন ছুটির দিনে ওমরাহ পালন করেছেন মুসলিম ফুটবলাররা। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এ বিষয়ে বলেন, “গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি এবং প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে।”

দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া। তিনি বলেন, “আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।”

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন, যার মধ্যে ২৮ জন ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেন। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ সৌদি সময় বিকেল সাড়ে পাঁচটায় জেদ্দায় পৌঁছাবেন।

শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই প্রস্তুতি ক্যাম্প দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে আশা করা হচ্ছে। জামাল ভূঁইয়াসহ দলের অন্য সদস্যরা ১৭ মার্চ দেশে ফিরবেন।

Previous articleবিসিএলে আরামবাগ ও সিটি ক্লাবের জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here