আর কয়েকদিন পরই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ চার মাস পর আবারো ঘরের মাঠে ম্যাচ খেলবে তপু-রাকিবরা। জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ মালদ্বীপ।

আগামী ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে ম্যাচ শুরুর সময় চূড়ান্ত করেছে বাফুফে। দুই ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

নিজেদের নতুন হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় গত বছরই মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। এবারও সেরকম কিছুরই প্রত্যাশায় কাবরেরা শিষ্যরা। অপরদিকে প্রতিপক্ষ মালদ্বীপ গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশের কাছে হারার পর আর ম্যাচ খেলেনি। তাই দীর্ঘদিন পর তারাও আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায়।

Previous articleবাফুফে ভবনে নয়া সভাপতির আগমন; শনিবার সাফ জয়ীদের পুরস্কার ঘোষণা
Next articleগোল খরা কাটানোই মূল লক্ষ্য বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here