আগামী বছরের ফেব্রুয়ারী থেকে শুরু হবে সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ। মাঝে অনেক সময় বাকি থাকলে আগামী ২৯ নভেম্বর থেকে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করবে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। এই দলের খেলোয়াড়রাই সাফের পরবর্তী আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাই আগে থেকে খেলোয়াড়দের তৈরি করে নিতে বাফুফের এই পরিকল্পনা।

গত দুইবারের সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে তৃতীয়বার শিরোপা জয়ে। তাই হ্যাটট্রিক শিরোপা জয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশ দল। এই মিশনে আগে থেকে নিজেদের তৈরি করে নিতে নিজেদের অ-২০ দলের দিকে বিশেষ নজর দিচ্ছে ফেডারেশন। কারণ এই বয়সভিত্তিক খেলোয়াড়রাই আগামী সাফে দলের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তাই সময় নিয়ে কোচ পিটার বাটলারের অধীনে তাদের তৈরি করে নিচ্ছে।

আগামী ২৯ শে নভেম্বর থেকে সাফ অ-২০ দল তাদের অনুশীলন শুরু করবে। টুর্ণামেন্টে আগামী বছরের ফেব্রুয়ারীতে শুরু হলেও ২ মাসেরও বেশী সময় হাতে পিটার বাটলারের অধীনে অনুশীলন নামবে নারী ফুটবলাররা। অন্যদিকে এবছরের শেষ পর্যন্ত পিটার বাটলারের সাথে ফেডারেশনের চুক্তি আছে। বয়সভিত্তিক দল নিয়ে অনুশীলনে নামার আগে ছুটিতে থাকবেন এই ইংলিশম্যান। ছুটি কাটিয়ে ফিরে খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করবেন পিটার বাটলার।

চুক্তি শেষ হওয়ার পর পিটার বাটলারের সাথে ফেডারেশন যদি চুক্তি নবায়ন করে তাহলে তার সময়সীমা হবে আগামী সাফ পর্যন্ত। বয়সভিত্তিক দলের হয়ে পিটার বাটলারের দায়িত্ব পাওয়ার পিছনে এটিও একটি মূল কারণে। চুক্তি নবায়ন করলে তার অধীনে হ্যাটট্রিক সাফ জয়ের মিশনে যাবে বাংলাদেশ।

এছাড়া গতানুগতিক ধ্যান ধারণা থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করেন কোচ পিটার বাটলার। বাটলারের কাছে মাঠে পারফরম্যান্স করাই সব। নামে ভারে একজন খেলোয়াড় যতই বড় হোক না কেনো বাটলারের কাছে তা নগণ্য। এইজন্য অন্যদের বাটলার আলাদা এবং ফেডারেশন পছন্দসই কোচ। অন্যদিকে বাটলার নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করে, যা তার চরিত্রের অন্যান্য একদিক। এইসব কিছু বিবেচনা নিয়ে মূলত পিটার বাটলারের অধীনে সাফ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

Previous articleশিরোপা জিতে মৌসুম শুরুর অভিন্ন লক্ষ্যে বসুন্ধরা কিংস ও মোহামেডান
Next articleচ্যালেঞ্জ কাপে তিন বিদেশী রেফারি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here