অবশেষে বাতিল করা হলো সাফের এই বছরের সকল টুর্নামেন্ট। মূল সাফ চ্যাম্পিয়নশীপ আগেই বাতিল করা হলেও সাফ কর্তৃপক্ষ আশাবাদী ছিলো বয়সভিত্তিক সাফ আয়োজন করার বিষয়ে। ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ আসর আয়োজন করে খেলা ফেরানোর পরিকল্পনা করেছিলো তারা। কিন্তু দক্ষিণ এশিয়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং এই সময়ে আয়োজন করলে ঝুঁকির পাশাপাশি অনেক সীমাবদ্ধতা নিয়ে আয়োজন করতে হতো।
এই বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আসলে কেউই করোনার এই পরিস্থিতিতে খেলতে রাজি নয়। পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর আসরগুলো আয়োজন করা হবে।’
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের সাফ চ্যাম্পিয়নশীপ বাংলাদেশে হওয়ার কথা। কিন্তু তা বাতিল হলেও আগামী বছর সব ঠিক থাকলে বাংলাদেশেই আয়োজিত হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট।