জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও সাবেক বাফুফে সহ-সভাপতি বাদল রায়ের শারীরিকঅবস্থার আরো অবনতি ঘটেছে। কয়েকদিন আগে শ্বাস-প্রশ্বাস সমস্যা সহ আরো বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিলে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বাদল রায়কে। সেখানে আইসিইউতে ছিলেন তিনি পরে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।
বর্তমানে তার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়াতে ডায়ালাইসিস করার প্রয়োজন পড়েছে তার। এক সংবাদ মাধ্যমকে তার স্ত্রী জানান, “আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ক্রিয়েটিনিনের বেড়ে গেলে ডায়ালাইসিসের প্রয়োজন দেখা দেয়।”
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন খেলার পাশাপাশি ঐতিহ্যবাহী মোহামেডানেও খেলেছিলেন তিনি। ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন তিনি।