বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-তে ফিফার অর্থ ব্যয়ের হিসাব যাচাই করার জন্য একটি নিরীক্ষা সম্পন্ন হয়েছে। ২০২৪ সালে ফিফা থেকে প্রাপ্ত অনুদানের ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে দুই ব্রিটিশ প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। বাফুফে ভবনে তারা কয়েকদিন ধরে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
বাফুফের জন্য ফিফার অনুদান একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। ফিফার পক্ষ থেকে দেওয়া অর্থ ব্যয়ের একটি নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, যা অনুসরণ করা বাধ্যতামূলক। তবে অতীতে এই গাইডলাইন অনুসরণে ব্যর্থ হওয়ায় বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা শাস্তির মুখে পড়েছিলেন। সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ চারজন বেতনভুক্ত স্টাফ ফিফার নিষেধাজ্ঞায় পড়েন। এছাড়া তৎকালীন সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদীকেও দায়িত্বে অবহেলার কারণে আর্থিক শাস্তি দেওয়া হয়।
এসব ঘটনার পর বাফুফে ফিফার দেওয়া অনুদান সঠিকভাবে ব্যয়ের প্রতিশ্রুতি নেয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সাম্প্রতিক অডিটের ফলাফল ফেব্রুয়ারির শেষ দিকে প্রকাশিত হবে, যা বাফুফের ফিফার অর্থায়নে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফিফার এই নিরীক্ষার প্রতিবেদনের ওপর নির্ভর করছে ভবিষ্যতে বাফুফে ফিফার আর্থিক সহায়তা কতটা সহজভাবে পাবে। এই অডিটের ফলাফল ইতিবাচক হলে ফেডারেশনের উন্নয়ন কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।