বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) বর্তমান কমিটির নানা অনিয়মের অভিযোগ নিয়ে ফিফার কাছে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহির পাঠানো চিঠির জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা থেকে জানানো হয়েছে বিষয়টি পুরো খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীনের কমিটির বিরুদ্ধে সবমিলিয়ে সাতটি অভিযোগ দাড় করিয়ে ফিফা বরাবর গত ৩রা জুন চিঠি পাঠিয়েছিলেন বর্তমান কমিটির দুই সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মাহি। তাদের দেয়া চিঠির ফিরতি জবাব ১০ দিনের মধ্যেই দিয়েছে ফিফা যেখানে জানানো হয়েছে পুরো বিষয়টি ফিফার ইথেক্স কমিটি খতিয়ে দেখবে।
করোনার এই ক্রান্তিকালীন সময়ে বাফুফে নির্বাচন, ভোটার তালিকা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। সেখানে প্রশ্নও থাকে কেন উঠবে এতো অনিয়মের অভিযোগ। ভোটার তালিকা বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দায়ী করলেও অনেকে ফেডারেশনের বড় কর্তাদের অনুমতি ছাড়া সোহাগ কি সব করতে পারেন কিনা সেটা যেমন প্রশ্ন থাকে তেমনি কাউন্সিলর বাছাইয়ের কমিটিতে কেন নিরপেক্ষ ব্যক্তি দায়িত্বে না থেকে বর্তমান কমিটির অন্যতম দুই প্রভাবশালী কর্তার থাকা নিয়ে।
২০০২ সালে ১৮ বছর আগে অনিয়মের অভিযোগে বাফুফেকে সাসপেন্ড করেছিলো ফিফা। কে জানে বর্তমান কমিটির বিরুদ্ধে করা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা শেষে কি সিদ্ধান্ত নেয় ফিফা। যদি আবারো কঠোর কোনো সিদ্ধান্ত নেয়া হয় সেক্ষেত্রে ফেডারেশনের এমন কাজের প্রেক্ষিতে মাঠের ফুটবলেরই ক্ষতি হবে সবচেয়ে বেশি।