২০১৯ সালের জুলাই মাসে এএফসির ‘এ’ কোচিং কনভেনশনের আওতাভুক্ত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপরই ট্যাকনিক্যাল ডিরেক্টর পল স্মলির অধীনে বাফুফের ‘এ’ ও ‘বি’ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের আয়োজন করে। গতকাল (শনিবার) বাফুফে ভবনে কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।
বাংলাদেশসহ এশিয়ার মোট ৬টি দেশের (ভারত, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও মালয়েশিয়া) প্রশিক্ষনার্থীগণ উক্ত ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করে এবং ‘এ’ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ২৪ জন এবং ‘বি’ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ২৩ জন উত্তীর্ণ হয়।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে তা প্রদান করেন বাফুফের সহসভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।