গতকাল (বুধবার) ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেটে এশিয়ান ফুটবল কনফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় ‘এএফসি গ্রাসরুটস্ ফুটবল ডে ২০২৪ পালিত হয়েছে।

ঢাকা ও তার আশপাশের জেলা সমূহ থেকে বাফুফের তালিকাভুক্ত প্রায় ২০টি ফুটবল একাডেমির ১২ হতে ১৪ বছর বয়সী ২০০ জন ক্ষুদে ফুটবলার নিয়ে বাফুফে টার্ফে গতকাল পালিত হয় গ্রাসরুটস্ ফুটবল ডে। অনুষ্ঠান শেষে ফুটবলারদের মাঝে টি-শার্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া রাজশাহী, খুলনা ও সিলেট জেলার জেলা স্টেডিয়ামসমূহে গ্রাসরুটস্ ডে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজন শেষে বাফুফে এলিট একাডেমির কোচ পিটার বাটলার বলেন, ‘গ্রাসরুটস্ প্রোগ্রাম অত্যন্ত জরুরী। এটি খেলাটির ভবিষ্যৎ। গ্রাসরুটস ডেভেলপমেন্ট একটি ফেডারেশনের কাজের মৌলিক অংশ। খেলোয়াড়দের পরবর্তী ধাপে নিতে একটি এটি ভূমিকা রাখবে।’

Previous articleবাংলাদেশের পাসপোর্ট করতে গিয়ে বিড়ম্বনায় হামজা
Next articleড্র দিয়ে শেষ হলো নাসরিন-আতাউরের লড়াই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here