তৃণমূলের ফুটবলারদের অনুপ্রানিত করার জন্য নতুন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে। বাফুফে নিজেদের তৃণমূল কার্যক্রমে শুভেচ্ছাদূত নিয়োগ করেছেন তাদের। প্রাথমিকভাবে ঢাকা, ফেনী, নীলফামারী ও মাদারীপুর এই চারটি জেলায় কার্যক্রম শুরু করবে ফেডারেশন।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন দুইজনই এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। তারা এই চারটি জেলায় গিয়ে সেখানে তৃণমূল ফুটবল উন্নয়নে সবাইকে কাজে উদ্বুদ্ধ করবেন।’
দায়িত্ব পেয়ে খুশি জামাল ও সাবিনা। জামাল ভূঁইয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘বাংলাদেশের ফুটবল উন্নয়নের গুরুত্বপূর্ণ একটা কাজের সঙ্গে আমাকে সম্পৃক্ত করা হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আমি খুব খুশি। আমি গর্ব ও সম্মানবোধ করছি। এমন একটি সুযোগ দেয়ার জন্য বাফুফেকে আমি ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করবো এ দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখতে। যাতে দেশের ফুটবলের উন্নয়নে কিছুটা কাজ করতে পারি।’
তৃণমূলে কাজের সুযোগ পেয়ে বাফুফে’কে ধন্যবাদ জানিয়ে সাবিনা বলেন, ‘ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, আমাকে তৃণমূল ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত করার জন্য। তৃণমূল ফুটবলকে যেন আরো এগিয়ে নেয়ার জন্য কাজ করতে পারি। দেশের ফুটবল যেন আরো সমৃদ্ধ হয়।’