বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ অভিভাবক কাজী সালাউদ্দিন। সব সমস্যা কিংবা অসুবিধায় খেলোয়াড়রা তার শরণাপন্ন হবেন এটাই স্বাভাবিক। তবে এবার কাজী সালাউদ্দিনকে বাফুফে ভবনে পাননি খেলোয়াড়রা। তাই তার বাসায় গিয়েই নিজেদের কথা জানিয়ে এসেছেন কয়েকজন সিনিয়র নারী ফুটবলার।
বাফুফের সঙ্গে চুক্তিভিত্তিক বেতনের আওতায় ছিলেন নারী ফুটবলাররা। আগষ্ট মাস পর্যন্ত ছিল এই চুক্তি। তবে আগামী ১৭-৩০ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর থাকায় সে পর্যন্ত চুক্তি নবায়নের দাবি ছিল খেলোয়াড়দের। বাফুফে তাদের সে দাবি মেনে নিয়েছে। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ ২৬ অক্টোবর পর্যন্ত। বাফুফে সভাপতি এই সময় পর্যন্ত নারীদের চুক্তি নবায়নের কথা জানান। দেশের সামগ্রিক প্রেক্ষাপটে বেতন বৃদ্ধি না হলেও আরো দুই মাস চুক্তি বাড়ায় নারীরা সন্তুষ্ট বলেই জানা যায়।
এদিকে সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানান নারী ফুটবলাররা। তবে চেষ্টা করার কথা জানালেও বর্তমান আর্থিক অবস্থায় তা আয়োজন করা কঠিন বলেই জানিয়েছে বাফুফে। নারী ফুটবলারদের সঙ্গে কাজী সালাউদ্দিনের বাসায় গিয়েছেন নারী দলের কোচ পিটার বাটলার, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এর আগে বাফুফে ভবনে কাজী সালাউদ্দিনের নিয়মিত যাতায়াত থাকলেও ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ফেডারেশন ভবনে আসেন না তিনি!