আজ ৯ই নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সভায় সাধারণত উপকমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এরই ধারাবাহিকতায় আজকের সভায়ও উপকমিটি গুলোর সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সালাউদ্দিনের সময়ে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ইমরুল হাসান। এই জায়গায় নিজের সাফল্যও দেখিয়েছেন বাফুফের বর্তমান এই সিনিয়র সহ-সভাপতি। তবে নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বাফুফের নির্বাচিত সভাপতি তাবিথ আওয়াল নিজেই। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি।
ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে না থাকলেও পেশাদার লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে বহাল আছেন ইমরুল হাসান। এর আগে এই দায়িত্বেও ছিলেন আব্দুল সালাম মুর্শেদী। পরবর্তীতে তিনি সরে দাঁড়ালে দায়িত্ব গ্রহণ করেন সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। তবে শেষ দিকে এসে কাজী সালাউদ্দিনও সেই পদ থেকে সরে আসলে তার জায়গায় স্থলাভিষিক্ত হন ইমরুল হাসান। নতুন কমিটিতেও তিনি একই পদে আছেন।
বাফুফের নতুন ৪ সহ-সভাপতির ৩ জনকে ৩ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে নাসের শাহরিয়ার জাহেদীকে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ফাহাদ করিমকে মার্কেটিং কমিটির চেয়ারম্যান, সাব্বির আহমেদ আরিফ ঢাকা মহানগরীয় লীগ কমিটির চেয়ারম্যান হয়েছেন। ফাহাদ করিম ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বও পেয়েছেন। এছাড়া পাইনিওয়ার লীগ কমিটির চেয়ারম্যান হিসেবে টিপু সুলতানকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গোলাম গাউস ও বিজন বড়ুয়াকে যৌথভাবে স্কুল কমিটির চেয়ারম্যান (৩২ টি জেলা করে) করা হয়েছে।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্বে আবারো স্থান পেয়েছেন মাহফুজা আক্তার কিরণ। অ-১৭ টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সাইদ হাসান কানন, অ-১৫ ন্যাশনাল কাপের চেয়ারম্যান হয়েছেন মঞ্জুরুল করিম। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কামরুল হাসান এবং জেলা ফুটবল এসোসিয়েশন কমিটির চেয়ারম্যান হিসেবে ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ইন্টারন্যাশনাল অডিট এবং গভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী, অন্যদিকে স্পোর্টস মেডিকেল কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন ডাঃ শেখ ফরহাদ ; মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আমিরুল ইসলাম বাবু, ইন্টারসিটি স্কুল কম্পিটিশন কমিটির চেয়ারম্যান হিসেবে সারতাজ ভূঁইয়া, বিচ সকার কমিটির চেয়ারম্যান হিসেবে মোঃ শাহীন হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ আজকের সভায় ৩ সদস্য বিশিষ্ট বাফুফের গঠনতন্ত্র সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ৩ সদস্যের কমিটিতে চেয়ারম্যান হিসেবে আছেন ড. মোহাম্মদ জাকারিয়া এবং সদস্য হিসেবে আছেন জাইন হোসেন ও মোঃ ইমরান হোসেন।