আজ ১৫ ই আগষ্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের আজকের এইদিনে পথভ্রষ্ট কিছু সেনাকর্মকর্তার বিশ্বাসঘাতকতার গুলিতে শহীদ হন হোন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গ। আজ তাদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী। তাই আজ জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)র ব্যবস্থপনায় নানান অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০:০০ টায় মতিঝিলস্থ বাফুফে ভবনে কোরআন খতমের মধ্য দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর ২:০০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও দোয়া করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুর ২:১০ টায় গরীব এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে বাদ আসর দোয়া মাহফিল আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফে সদস্য ও এএফসি কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, আমের খান, মাইদুর রহমান মিরাজ এবং বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

Previous articleশারজাহ জয়ের লড়াইয়ে বেঙ্গল কিংস!
Next articleশারজাহর বিপক্ষে কিংসের ‘ওরা এগারোজন'”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here